সংবাদ শিরোনাম

নগরীতে জাল টাকাসহ ১ জন আটক

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন   |   জেলার খবর

নগরীতে জাল টাকাসহ ১ জন আটক

মাসুদআল হাসান, খুলনা প্রতিনিধি :

খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে খালিশপুর থানাধীন বঙ্গবাসী এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযানে আব্দুল্লাহ ওরফে নয়ন (২৭), পিতা মোঃ মোতালেব হোসেন, সাং—বঙ্গবাসী রোড নং-১৯, থানা খালিশপুর, খুলনাকে ৫ লক্ষ ৭ হাজার ৪০০ টাকা জাল নোটসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।