সংবাদ শিরোনাম

খুলনায় ফুটপাত দখলমুক্ত অভিযানে কেএমপি

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন   |   জেলার খবর

খুলনায় ফুটপাত দখলমুক্ত অভিযানে কেএমপি

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :

খুলনা মহানগরীতে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।  ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে নগরীর ময়লাপোতা মোড়, সিটি মেডিকেল, ফারাজীপাড়া রোড, ডাকবাংলা মোড়, শিববাড়ি মোড়, জিয়া হল ও নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফুটপাতে স্থাপিত বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করা হয়। পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত মুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে কেএমপি।

কেএমপি জানায়, ফুটপাত দখল করে দোকান বসানোয় পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় নেমে চলাচল করেন। এতে যানজট সৃষ্টি ছাড়াও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ অবস্থার পরিবর্তনে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ ধরনের অভিযান নগরীর অন্যান্য ব্যস্ততম এলাকাতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কেএমপি।

অভিযানের নেতৃত্ব দেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আশিকুর রহমান এবং মোঃ জহিরুল ইসলাম।