সংবাদ শিরোনাম

খুলনা জেলা কারাগারে মাসব্যাপী মাদক বিরোধী কার্যক্রম

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা জেলা কারাগারে মাসব্যাপী মাদক বিরোধী কার্যক্রম

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :

খুলনা জেলা কারাগারে চলমান মাসব্যাপী মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কারাবন্দীদের মাদকের ভয়াবহ কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা কারাগারের জেল সুপার জনাব নাসির উদ্দীন প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা কারাবন্দীদের মাদক থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং সমাজে ফিরে গিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে অবদান রাখার আহ্বান জানান। পরে কারাবন্দীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়।