খুলনায় নবজাতক চুরি মামলা: মা-মেয়ে জামিনে মুক্ত

মাসুদ আল হাসান ,খুলনা প্রতিনিধি:
নবজাতক চুরির মামলায় গ্রেপ্তার শাহাজাদী ও তার মা নার্গিস বেগমকে জামিন দিয়েছে আদালত। বিশেষ বিবেচনায় বিনা জামানতে তাঁদের মুক্তি মঞ্জুর করেছেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার।
আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আদালতের আদেশে প্রথমে খুলনা কারাগার থেকে নার্গিস বেগম মুক্তি পান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন শাহাজাদীকেও ছেড়ে দেওয়া হয়।
আইনজীবী শেখ রফিকুজ্জামান জানান, সকালে আদালতের আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর জামিন আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
খুলনা কারা কর্তৃপক্ষের জেলার মোহাম্মদ মুনীর হোসাইন বলেন, “বেলা পৌনে দুইটার দিকে নার্গিস বেগম মুক্তি পান। আর পৌনে তিনটার দিকে হাসপাতাল প্রিজন সেল থেকে শাহাজাদীকেও মুক্ত করা হয়।”
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে আদালতের সিদ্ধান্তে বর্তমানে মা-মেয়ে দুজনই মুক্ত।