সংবাদ শিরোনাম

শারদীয় দুর্গাপূজা ২০২৫ ইং শুরু হতে যাচ্ছে রাজধানীর জাতীয় মন্দির ঢাকেশ্বরী

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন   |   জাতীয়

শারদীয় দুর্গাপূজা  ২০২৫ ইং শুরু হতে যাচ্ছে রাজধানীর জাতীয় মন্দির ঢাকেশ্বরী

নজরুল ইসলাম 

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে হিন্দু সম্প্রদায়ের  সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার শেষ মুহূর্তের কাজ।

 আলো- সাজসজ্জা, শিল্পীর নিপুন হাতে প্রতিমা তৈরি ছোঁয়া এবং  চারপাশ এখন  উৎসব মুখর পরিবেশ । ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী দুর্গার আগমনের জন্য।

ধর্মীয় এই মহোৎসব  দেবী দুর্গার পূজা - আর্চনার মাধ্যমে অশুভ শক্তির বিন্যাস    ও শুভ শক্তির জয়ের  প্রার্থনা করবেন ভক্তরা।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত  অসীম মূত্র এক আলাপকালে জানান বিগত বছরের তুলনায় এবারের দূর্গা উৎসব আরো জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে তিনি বলেন আগামী ২৭ শে সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দুর্গা উৎসব শুরু হবে  এবং পুজোর প্রতিটি দিনে ভক্তদের জন্য বিশেষ আয়োজন থাকবে।

 ধর্মীয় এ মহোৎসব  ৫ দিনব্যাপী  দুর্গাপূজা  মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে মহাষ্টমী, মহানবমী, এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে।