চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা অপ্রতুল - স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রাম, ২১ ভাদ্র (৫ সেপ্টেম্বর):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চট্টগ্রামে সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা অপ্রতুল। সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে—এটা চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক।
আজ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটি, হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটা অর্থনীতি নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও অগ্রাধিকার অনুযায়ী স্বাস্থ্যখাতে সরকার অনেক কাজ করছে—৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম ও হার্টের রিংয়ের দাম কমানো হয়েছে।
উপদেষ্টা আরো বলেন, দেশের সকল সরকারি ও বেসরকারি বিশেষায়িত হাসপাতালগুলো ঢাকাকেন্দ্রিক। চট্টগ্রামে বিশেষায়িত চিকিৎসা সেবা বা বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সম্পূর্ণ ব্যতিক্রম। এটি চিকিৎসা সেবায় চট্টগ্রামবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। করোনাকালীন রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মনজুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি ও সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।