আল সাজিদুল ইসলাম দুলালের জাতীয় যুব পুরস্কার স্থগিত

ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
এবছর জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ‘প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন’ এর প্রতিনিধি আল সাজিদুল ইসলাম দুলালের পুরস্কার স্থগিত করা হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওপর বিরূপ মন্তব্যের কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আজ এক অফিস আদেশে এ পুরস্কার স্থগিত করা হয়।
এবছর সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। এ দিবস উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ জন সফল আত্মকর্মী ও সংগঠককে জাতীয় যুব পুরস্কার ২০২৫ প্রদান করা হয়।