সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিদিনের দেশ রিপোর্ট:
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার
প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা
জামে মসজিদের সামনে হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সে সময় উপস্থিত প্রতিদিনের দেশ পত্রিকার
ভারপ্রাপ্ত সম্পাদক মুক্তার হোসেন মুক্তাদি এই হত্যার তিব্র নিন্দা প্রকাশ করেন এবং
আসামিদের জোরালো ফাঁসির দাবি জানায়,শনিবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে
মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের
আয়োজনে উপস্থিত ছিলেন, সাংবাদিক গাজী মোবারক, মিজানুর রহমান,মুক্তার হোসেন মুক্তাদি, রবিউল হোসাইন, মো. শাহ জালাল মিয়া, ময়নাল হোসাইন, আকতার হোসেন,
দেলোয়ার হোসেন, জীবন আহমেদ,পনির,মাজহারুল রাসেল,হোসাইন, জসিমউদ্দিন রাজিব, রুবেল,ইমরান
হোসেন, কামরুজ্জামান রানা,মোকাররম মামুনসহ সোনারগাঁ উপজেলার প্রায় শতজন সাংবাদিকদ বৃন্দ এই মানববন্ধনে যোগদেন
প্রতিবাদ সভায় বক্তারা বলেন
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান
তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা
করে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত
প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।