সংবাদ শিরোনাম

রূপগঞ্জের পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২৫, ১১:৪০ অপরাহ্ন   |   জেলার খবর

রূপগঞ্জের পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

নারায়ণঞ্জ জেলার রূপগঞ্জের পল্লী চিকিৎসক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত।  সম্মেলনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রূপগঞ্জ উপজেলা ইউনিট আয়োজন করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পল্লী চিকিৎসক সমিতির সভাপতি মোঃ শাহ আলম। 

প্রধান অতিথি বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু জ্বরের রোগী সর্বস্তরে পাওয়া যায়। এসব রোগীকে দ্রুত হাসপাতলে প্রেরণের পরামর্শ দেন। এছাড়া, কোভিড ১৯ এর বিস্তার বাংলাদেশের সব স্তরে পাওয়া যাচ্ছে। আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে প্রেরণে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। 

উদ্বোধক হিসেবে ছিলেন লায়ন মীর আব্দু আলীম, চেয়ারম্যান ও উপদেষ্টা, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নারায়ণগঞ্জ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জনাব মোঃ নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক, ডিকেএমসি হসপিটাল লিমিটেড এবং জনাব মোঃ আলী আরশাদ।

বিশেষ অতিথি ছিলেন পল্লী চিকিৎসক মোঃ শাহ আলম চিশতী, পল্লী চিকিৎসক মোঃ জাকির হোসেন জুয়েল, পল্লী চিকিৎসক মোঃ মোক্তার হোসেন এবং পল্লী চিকিৎসক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস.এম শাহাদাত, সভাপতি, রূপগঞ্জ উপজেলা ইউনিট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আনোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ ইসমাইল হোসেন ও জনাব মোঃ সাইফুল ইসলাম।

সম্মেলনে বক্তারা পল্লী চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদানে ভূমিকা ও গ্রামীণ জনস্বাস্থ্যের উন্নয়নে তাদের অবদান নিয়ে আলোচনা করেন।