রাজশাহীতে ১৩টি ও নাটোরে চারটি প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা

রাজশাহী, ২৫ শ্রাবণ (৯ আগস্ট):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার ১৩টি এবং নাটোর সার্কিট হাউজে ভার্চুয়ালি নাটোরে চারটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৩টি নির্মণকাজের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীন একটি এবং অবশিষ্ট ১২টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প।
রাজশাহীতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হলো রাজশাহী দূর্গাপুরে কালীগঞ্জ ও মোহনপুরে বীরকুৎসা হাটে দুইতলা গ্রামীণ হাট ভবন, বাগমারা উপজেলার একডালা ভূমি অফিস এবং তানোরে কাশেম বাজার হতে বায়া রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ। অন্যদিকে মোহনপুরে ধোরসা, বাঘার চক ছাতারী ও গোদাগাড়ীর সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, নগরীর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, নগরীর হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দুইতলা ভবন, চারঘাটে নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজ, পবায় হরিপুর হাটের নবনির্মিত দুইতলা মার্কেট ভবন, গোদাগাড়ী ৭২ মিটার দীর্ঘ পাস্তাপাড়া-কদমশহর ভাগাইল ব্রিজ নির্মাণ কাজ এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপদেষ্টা দোয়ায় অংশ নেন।
নাটোরে উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে হচ্ছে সিংড়া-বারুহাস-তাড়াশ সড়ক উন্নয়ন, সোনাপুর হাটে দুইতলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবন নির্মাণ, চামড়ী ইউপি-বিলদহর বাঁশহাট মড়া আত্রাই নদীর উপর ১০৮ দশমিক ১০ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, দত্তপাড়া আরএইচডি হতে নাজিরপুর জিসি হালসা জিসি সড়ক উন্নয়ন চেইনজ।
রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।