মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওতে দোয়া মাহফিল

টোকিও (জাপান), ২৩ জুলাই:
জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। দোয়া মাহফিলে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।