সংবাদ শিরোনাম

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে - শিল্ল উপদেষ্টা

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৫, ১১:২২ অপরাহ্ন   |   জাতীয়

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে  - শিল্ল উপদেষ্টা

চট্টগ্রাম, ২৪ শ্রাবণ (৮ আগস্ট):  

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। ষড়যন্ত্র থেমে নেই। কিন্ত ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না।

উপদেষ্টা আজ চট্টগ্রামের পতেঙ্গায় সিডিএ আউটার রিং রোড মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। 

আদিলুর রহমান বলেন, ’২৪ এর গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল। এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই।  

সিডিএ বাস্তবায়িত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস এবং সিটি কর্পোরেশন ও সিডিএ’র কর্মকর্তাবৃন্দ।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পতেঙ্গা আউটার রিং রোডে দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণে শরিক হলাম। তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।

দুই তলাবিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট, যেখানে ১ হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।