সংবাদ শিরোনাম

স্থগিতকৃত আলিম ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাসমূহের নতুন সময়সূচি প্রকাশ

 প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন   |   জাতীয়

স্থগিতকৃত আলিম ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষাসমূহের নতুন সময়সূচি প্রকাশ

ঢাকা, ৮ শ্রাবণ (২৩ জুলাই):

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)-এর স্হগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচী: 

ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার স্হগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র, উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র, আরবি দ্বিতীয় পত্র, পালি ২য় পত্র ১৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন স্হগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র, যুক্তিবিদ্যা ১ম পত্র ১০ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

এছাড়াও স্থগিত হওয়া রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা), ইতিহাস ২য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ২২ জুলাই মঙ্গলবারের পরিবর্তে আগামী ১৭ আগস্ট ২০২৫ রবিবার অনুষ্ঠিত হবে। 

স্থগিত হওয়া অর্থনীতি ১ম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র আগামী ২৪ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট ২০২৫ হতে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে। উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের স্থগিতকৃত আলিম পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি:

স্হগিত হওয়া ইংরেজি দ্বিতীয় পত্র ১৭ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২২ জুলাই মঙ্গলবারের পরিবর্তে আগামী ১৭ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে। বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) এবং তাজবীদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) ২৪ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ১৯ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে। 

শুধুমাত্র গোপালগঞ্জ জেলার আরবি দ্বিতীয় পত্র ১৫ জুলাই মঙ্গলবারের পরিবর্তে আগামী ১৩ আগস্ট বুধবার অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক বিষয়ের পরীক্ষা ২১ আগস্ট ২০২৫ তারিখ হতে ৩১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে। ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষাবোর্ডে প্রেরণ করতে হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদাভাবে এবিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।