সংবাদ শিরোনাম

মেধাস্বত্ব সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে -শিল্প উপদেষ্টা

 প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন   |   জাতীয়

মেধাস্বত্ব সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে -শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, মেধাস্বত্ব সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে। ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যারে চালুর মাধ্যমে বাংলাদেশ মেধাসম্পদ ব্যবস্থাপনায় সম্পূর্ণ অটোমেটেড যুগে প্রবেশ করলো। যা দেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সেবাকে দ্রুত ও আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাবে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কসের (ডিপিটি) পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যারের IPAS 4.0 উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাত ও তরুণ উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও এসব খাতে মেধাস্বত্ব সংরক্ষণে উদ্যোক্তাদের মাঝে সচেতনতার ঘাটতি রয়েছে। IPAS সফটওয়্যার এক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচন করবে। অনালইনের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই তাদের উদ্ভাবন ও পণ্যের জন্য

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কসের জন্য আবেদন করতে পারবে। এই সফটওয়্যার মাধ্যমে আমরা WIPO, আসিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস এবং ইউরোপিয়ান পেটেন্ট অফিসের মানদণ্ড অনুযায়ী আমাদের জাতীয় ইন্টেলেকচুয়াল প্রপার্টির কার্যক্রম পরিচালনা করতে পারবো। তিনি আরো বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত IPAS ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (WIPO) কারিগরি সহায়তায় বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত সফটওয়্যার মেধাসম্পদ সেবার আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, নবায়ন এবং আপত্তি নিষ্পত্তি কার্যক্রমকে আধুনিক ও সহজ করার মাধ্যমে প্রক্রিয়াটি আরো স্বচ্ছ, দ্রুত ও সেবাবান্ধব করবে।

অনুষ্ঠানে শিল্পসচিব মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে WIPO রিপ্রেজেন্টেটিভ Hisham Adel Elhosseiny Fayed, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব মাকসুরা নূর, বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এবং বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শিল্পসচিব বলেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনার অবস্থান শক্তিশালী হয়েছে।