শিল্পে ভূগর্ভস্থ পানির ব্যবহারে মূল্য নির্ধারিত হবে - পানি সম্পদ উপদেষ্টা

শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ক্ষেত্রে মূল্য নির্ধারিত হবে এবং এতে করে শিল্পে ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রথা বন্ধ হবে। এ লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয় শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধ করার নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে।
ঢাকায় পানি ভবনে আজ পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত Nicolas Weeks-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে পানি পুনঃব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে শিল্পে কম পানি ব্যবহার করা করা যায় এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের পোশাকশিল্পে টেকসই পানি ব্যবহার বিষয়ে উভয়পক্ষ একত্রে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
রিজওয়ানা হাসান জানান, একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে, যারা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, টেক্সটাইল অ্যাসোসিয়েশনসহ বেসরকারি খাতের সাথে আলোচনা করবে কীভাবে শিল্পে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার নিয়ন্ত্রণে আনা যায়, পুনঃব্যবহার বৃদ্ধি করা যায় এবং দূষিত পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ করা যায়। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ভূগর্ভস্থ পানি ব্যবহারের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, এফআইসিসিআই এর সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে সুইডিশ দূতাবাসের হেড অফ পলিটিক্যাল অ্যান্ড ট্রেড লোভিসা হফম্যান এবং এইচএম গ্রুপের হেড অফ সাসটেইনেবিলিটি ইউসুফ আল ন্যাটোউর, গ্লোবাল হেড অফ পাবলিক এফেয়ার্স সারাহ নিগ্রো, রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান, প্রমুখ উপস্থিত ছিলেন।