সংবাদ শিরোনাম

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে ৭ বিভাগীয় শহরে জাগপা’র গণসংযোগ

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন   |   জাতীয়

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে ৭ বিভাগীয় শহরে জাগপা’র গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ৭ বিভাগীয় শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। 

আজ ১৯ জুলাই শুক্রবার জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কতৃক পূর্বঘোষিত ৩ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় শহরে বিকাল ৫ টায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা নেতৃবৃন্দ।

চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, রাজশাহীতে প্রেসিডিয়াম সদস্য মোঃ শামীম আক্তার পাইলট, রংপুরে সহ-সভাপতি মাহাবুব আলম ননী, সিলেটে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহিদুর রহমান, ময়মনসিংহে প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, বরিশালে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, খুলনায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জাগপা। 

এসময় জাগপা নেতৃবৃন্দ বলেন জুলাই সনদের ভিত্তিতে, আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও বাতিল করতে হবে।