ভূমিসেবায় নতুন মাত্রা যোগ করবে ভূমিসেবা অ্যাপ -- ভূমি সচিব

ঢাকা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রতিটি মানুষের জীবনের জন্য গুরুত্বপুর্ণ হলেও এটি সম্পর্কে জনগণের জ্ঞান কম; সে ক্ষেত্রে ডিজিটাইজড ভূমিসেবা সবার জন্য সহায়ক। ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনগণের মাঝে আরো বেশি প্রচারণার প্রয়োজন। বৈচিত্র্যময় চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা ভূমিসেবা ডিজিটালাইজেশনের কাজ করতে সক্ষম হয়েছি। ডিজিটাইজড ভূমিসেবায় নতুন মাত্রা যোগ করবে ভূমিসেবা অ্যাপ।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি বিষয়ক ইন্টিগ্রেটেড অ্যাপ প্রস্তুতিকরণ সংক্রান্ত সেমিনারে ভূমি সচিব এসব কথা বলেন।
ডিজিটাইজড সেবা গ্রহণে জনগণকেও ডিজিটাইজড হতে হবে উল্লেখ করে ভূমি সচিব বলেন, কল সেন্টারের সেবা নিয়ে অধিকাংশ সেবাগ্রহীতা সন্তুষ্টি প্রকাশ করেছে। কল সেন্টারের ন্যায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র সবার জন্যই খুবই উপযোগী।
সিনিয়র সচিব আরো বলেন, দেশের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ৩০ শতাংশ উন্নত প্রযুক্তির মোবাইল ব্যবহার করে। সে দিক লক্ষ্য রেখে সেবাকে আরো সহজ, জনবান্ধব করতে ভূমিসেবা অ্যাপ তৈরি করা হয়েছে। সকল সেবার সন্নিবেশ রয়েছে অ্যাপে। এর মাধ্যমে যেনো ভূমির সকল সেবা দেওয়া যায় সে দিক লক্ষ্য রাখা হয়েছে। এতে আরো অনেক ফিচার সংযোজনের সুযোগ রয়েছে। তিনি বলেন, অ্যাপটি অধিকতর সহজবোধ্য করতে হবে যাতে সাধারণ মানুষও এ সেবাটি সহজে গ্রহণ করতে পারে।
সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শরিফুল ইসলাম, মোঃ এমদাদুল হক চৌধুরী ও মোহাম্মদ মাহফুজুর রহমান, ভূমিসেবা স্পেশালিস্ট মোঃ হামিদুর রহমান ও মোঃ হান্নান মিয়া।