বাণিজ্য উপদেষ্টার সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার Derek Loh Eu-Tse বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজ দেশে ও বর্হিবিশ্বে সেবা প্রদানের ক্ষেত্রে অনুকরণীয়। দেশটির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
অনাবাসিক হাইকমিশনার Derek Loh Eu-Tse বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে তাঁর দেশ বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সাথে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সিঙ্গাপুর সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া এবং সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স Mitchel Lee উপস্থিত ছিলেন।