সংবাদ শিরোনাম

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাসের অভিযান

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন   |   জাতীয়

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাসের অভিযান

ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর):

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গতকাল নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে। এ অভিযানে প্রায় ১ লাখ ৫৬ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হয়েছে। 

ফতুল্লায় নূর এন্টারপ্রাইজ এবং আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রী নামক দু’টি শিল্প প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রায় ৭ হাজার ২০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে। একই দিনে, কেরানীগঞ্জে একটি চুন কারখানায় অভিযান চালিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়েছে, যার মাসিক মূল্য ৬৭ লাখ টাকার বেশি। 

এছাড়া, সোনারগাঁওয়ে দু’টি স্থানে অভিযান চালিয়ে একটি চুন কারখানা এবং ২০০টি আবাসিক ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে প্রতিদিন প্রায় ৮ হাজার ২০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হবে। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত পাইপলাইন, ভালভ, বার্নার, এবং হোজ পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।