সংবাদ শিরোনাম

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান: অর্থদণ্ড, হাইড্রোলিক হর্ন জব্দ ও সতর্কীকরণ

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন   |   জাতীয়

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান: অর্থদণ্ড, হাইড্রোলিক হর্ন জব্দ ও সতর্কীকরণ

ঢাকা, ২৯ ভাদ্র (১৩ সেপ্টেম্বর): 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে আজ পরিবেশ অধিদপ্তর দেশব্যাপী একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে।

রাজধানীর গুলশান-২ এর চলমান একটি কনস্ট্রাকশন বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাইলিং কাজ চলাকালে শব্দমাত্রা ৯০ দশমিক ৩ ডেসিবল রেকর্ড করা হয়, যা বিধি অনুযায়ী সীমাতিরিক্ত। ফলে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ৭ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে সুপারভাইজারকে আইন অনুযায়ী সন্ধ্যা ৭টার পর শব্দসৃষ্টিকারী যন্ত্র ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের টিকাটুলি এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। স্মোক অপাসিটি মিটার দ্বারা পাঁচটি ডিজেলচালিত বাস ও কোচের গ্যাসীয় নিঃসরণ পরিমাপ করা হয়। এর মধ্যে একটি বাস মানমাত্রার অধিক ধোঁয়া নির্গমন করায় ২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এছাড়া মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের জায়গীর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ১০ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।