ঢাকায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকায় শনিবার (৬ সেপ্টেম্বর) পবিত্র ১২ রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক মহাসমারোহ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার সভাপতি ও বিএসপি চেয়ারম্যান শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারীর নেতৃত্বে আয়োজিত এ জশনে জুলুসে লাখো সুফি ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ শেষে আবার উদ্যানে ফিরে এসে “শান্তি মহাসম্মেলনে” মিলিত হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুসারীরা দলে দলে এসে যোগ দেন।
এবারের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ১৫০০তম বার্ষিকী পালিত হওয়ায় বিশেষ উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শোভাযাত্রায় বড় আকারের জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। সামনের সারিতে ছিল “ইয়া নবী সালাম আলাইকা” ও “ইয়া রাসূল সালাম আলাইকা” লেখা বিশাল ব্যানার। অংশগ্রহণকারীরা কালেমা ও ধর্মীয় শ্লোগানে মুখরিত করে তোলেন রাজধানীর সড়ক।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বেশিরভাগই সাদা পোশাক ও টুপি পরে উপস্থিত ছিলেন। মহিলাদের অংশগ্রহণও এ বছর চোখে পড়ার মতো ছিল।
শোভাযাত্রার আগে দেয়া বক্তব্যে ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী বলেন—“রাসূলুল্লাহ (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর রহমতস্বরূপ। তাঁর শিক্ষা ও আদর্শে জীবন গঠন করলেই বিশ্বে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হবে। আজ পৃথিবী যুদ্ধ, সহিংসতা আর অন্যায়ের অন্ধকারে আচ্ছন্ন। এর মুক্তির একমাত্র উপায় হলো নবী করীম (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা।”
তিনি আরও যোগ করেন, “আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে যদি ঈদে মিলাদুন্নবী (সা.)-এর পবিত্র বার্তা প্রতিফলিত হয়, তবে সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার আলো ছড়িয়ে পড়বে।”