ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাকা, ৭ আগস্ট, ২৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ উপাচার্যের সভাকক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত দুই
বিভাগের দু’জন অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকার চেক তুলে
দেন। বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত মো. মুনিরুল ইসলাম-শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড
থেকে তাদের এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- লোক প্রশাসন
বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সুবহান আলী হৃদয় এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের ১ম
বর্ষের শিক্ষার্থী মো. সিহাব প্রধান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.
এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক
ড. তৈয়েবুর রহমান, দাতা পরিবারের সদস্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক
ড. নায়িম সুলতানা এবং ট্রাস্ট ফান্ডের দাতা উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক
ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে উইমেন
এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০লাখ টাকা অনুদান
দিয়ে ২০২৪ সালে ‘মো. মুনিরুল ইসলাম - শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ গঠন করেন। এই
ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের আন্ডারগ্র্যাজুয়েট
প্রোগ্রামে ১ম বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত দু’জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন
২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।