সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের মহানন্দা নদীর ফহরম ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. বাবু বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ফরহম ঘাটে লাশটি মহানন্দা নদীর পাড়ে দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে যেয়ে পুলিশকে ফোন করে জানাই। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয় এক মুদি দোকানদার মোঃ শামীম রেজা জানান, অজ্ঞাতনামা লাশটি মহানন্দা নদীর ভারতের দিক ভেসে এসেছে। একটি ২২/২৩ বছরের পুরুষ মানুষের লাশ মনে হচ্ছে। পরে প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল দেখতে পেয়েছেন বলে জানান।ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য

 চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।