সোনারগাঁ যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানের প্রতিবাদ

জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে
চাঁদাবাজ আখ্যা দিয়ে প্রকাশিত একপক্ষীয় সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
করেছেন পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফ প্রধান। তিনি মেঘনা শিল্প
নগরী ঝাউচর এলাকার একজন সামাজিক সংগঠক এবং বাংলাদেশ জাতীয়বাদী সোনারগাঁ যুবদলের যুগ্ম
আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার ১১ঘটিকায় মেঘনা
শিল্পনগরী নিউ টাউন কমপ্লেক্সের নিজ অফিসের অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে আশরাফ প্রধান
বলেন, সম্প্রতি আমাকে এবং আমার সহকর্মী স্বপনকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর
একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। আমার ও আমার
সহকর্মীর সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়েছে। তিনি
আরো বলেন, দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং এলাকার
শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
আশরাফ প্রধান বলেন, কোনো সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন এবং সংবাদ মাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান এবং তাঁর বিরুদ্ধে করা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।