সংবাদ শিরোনাম

খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কর্মশালা

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কর্মশালা

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :

খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ‘পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, পরিবেশ দূষণ রোধে বেশি করে গাছ লাগানো প্রয়োজন এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ জলবায়ু পরিবর্তন আমাদের জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

কর্মশালার সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ সাদিকুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার। পিকেএসএফ এর উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় জানানো হয়, পিকেএসএফ এর মাধ্যমে ৩৮টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং ১২টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। প্রকল্পের লক্ষ্য দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহনশীল বসতবাড়ি, জীবিকায়ন উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি। প্রকল্পের মাধ্যমে ৩,৬২,৪৭৫ জন উপকারভোগী সরাসরি লাভবান হচ্ছেন। মূল কার্যক্রমের মধ্যে রয়েছে: বাড়ি পুনঃনির্মাণ, বসতভিটা উঁচুকরণ, কাঁকড়া ও সবজি চাষ, ছাগল/ভেড়া পালন, বৃক্ষরোপণ ও নিরাপদ পানি নিশ্চিত করা।

কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ স্থানীয় সরকার, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটি ও মসজিদের ইমামরা অংশগ্রহণ করেন।