সংবাদ শিরোনাম

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় মালামাল জব্দ বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন   |   জেলার খবর

বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন ভারতীয় মালামাল জব্দ     বাজার মূল্য ২ কোটি ৫৫ লাখ টাকা

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

শার্শা উপজেলার বেনাপোল বন্দরে বিজিবি অভিযান চালিয়ে কাগজপত্রবিহীন ভারতীয় মালামাল জব্দ করেছে। ২২ সেপ্টেম্বর সোমবার রাত ১২টার দিকে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১,৪৭৬টি শাড়ী, ২১৫টি থ্রি-পিস, ২টি মোটরসাইকেলের টায়ার, ১০,৬৯৩টি ঔষধ এবং ৭৪,৪৫৫টি কসমেটিক্স। এই মালামের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপূজা উপলক্ষে ভারত থেকে কাগজপত্রবিহীন পণ্য আসতে পারে এমন আশঙ্কায় কাভার্ডভ্যানটি আটক করা হয়।

আটককৃত কাভার্ডভ্যানের চালক আঃ মালেক (৪৬) ও হেলপার অন্তর কর্মকার (২৯)কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালিয়ে চোরাচালান রোধ করবে বলে জানিয়েছে।