সংবাদ শিরোনাম

শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৭টি ইন্টারসেকশনে আগামী ৩০ আগস্ট থেকে ২ সপ্তাহব্যাপী পাইলটিং কার্যক্রম চলবে

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন   |   জাতীয়

শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত ৭টি ইন্টারসেকশনে আগামী  ৩০ আগস্ট থেকে ২ সপ্তাহব্যাপী পাইলটিং কার্যক্রম চলবে

কা, ১৩ ভাদ্র (২৮ আগস্ট): 

আজ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর সভাকক্ষে শিক্ষা ভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সিগন্যাল স্থাপন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।  

উল্লেখ্য, হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ২২টি ইন্টারসেকশনে ডিটিসিএ’র সমন্বয়ে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং বুয়েট কর্তৃক ২২টি সিগন্যাল স্থাপন কাজ চলমান রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ পাইলট ইমপ্লিমেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে। আগামী ৩০ আগস্ট থেকে ২ সপ্তাহ উক্ত করিডোরের সাতটি ইন্টারসেকশনে ট্রাফিক লাইট চালু করে পাইলটিং কার্যক্রম চলবে। 

ট্রাফিক ক্রসিং পাইলোটিংয়ের সময় পথচারী ও ড্রাইভারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও টেলিভিশনে প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।