সংবাদ শিরোনাম

নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়: মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন   |   জাতীয়

নতুন রাজনৈতিক শক্তির অভ্যুদয়: মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আজ বিকেলে অভ্যুদয় হচ্ছে নতুন রাজনৈতিক শক্তির। তরুণদের এই  নতুন  রাজনৈতিক দলের নাম নির্ধারণ করা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়েতে দলে দলে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত যানবহনে করে এই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসতে শুরু করেন ছাত্র-জনতা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে।দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন বলে জানা গেছে।আয়োজনে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।নতুন রাজনৈতির দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে আসা তরুণরা বলেন, বাংলাদেশে আজ নতুন এক সূর্যোদয় হবে। দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য তরুণরা আজ নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে শপথ গ্রহণ করবেন।

উত্তরবঙ্গের জেলা জয়পুরহাট থেকে আসা শিক্ষার্থী মঞ্জিল হাসান মুরাদ বলেন, আজ সকালে আমরা জয়পুরহাট থেকে এখানে এসেছি। আমরা প্রায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০ জন এখানে এসেছি। এছাড়া আমাদের সিনিয়র বড় ভাইরাও এসেছে। আমরা চাই আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে এবং বাংলাদেশের উন্নতি করবে এমন একটি দলের আত্মপ্রকাশ হোক।

অন্যদিকে বরিশাল থেকে আসা সিফাত ইসলাম নামে একজন বলেন, আমরা দেশের রাজনীতির নামে অনেক হানাহানি মারামারি কাটাকাটি দেখেছি। দেশের জন্য আসলে কেউ কাজ করে না। তাই আজ তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা সেই ইতিহাসের সাক্ষী হতে এসেছি। এই দল সবসময় দেশের মানুষ এবং দেশের জন্য কাজ করবে বলে আমাদের বিশ্বাস।