সংবাদ শিরোনাম

হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপিত

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

হ্যানয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপিত

ভিয়েতনামের হ্যানয়ে গতকাল বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন করা হয় উপলক্ষ্যে সেদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বাংলা নববর্ষকে তুলে ধরতে বিভিন্ন আলপনা রঙে সাজিয়ে তোলা হয় উৎসব প্রাঙ্গণ এছাড়া, ঐতিহ্যবাহী পোশাক খাবারের সমন্বয়ে স্থাপন করা হয় বেশ কয়েকটি স্টল

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলা নববর্ষ ফেলে আসা বছরের    সুখ-দুঃখ ভুলে নতুন স্বপ্ন নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে দিন জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলে মিলে উৎসবে মেতে উঠে এই উৎসব দেশ দেশের মানুষকে সারা বিশ্বে তুলে ধরে তাই জাতীয় জীবনে দিবসের গুরুত্ব অপরিসীম তিনি এই দিবসের শিক্ষা নিয়ে সকল অশুভ অসুন্দরকে জয় করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহবান জানান  

বাংলাদেশ দূতাবাসের এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিশুদের যৌথ অংশগ্রহণে নতুন বছরকে স্বাগত জানানো হয়