সংবাদ শিরোনাম

ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন   |   জাতীয়

ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত

সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আলোচনা অনুষ্ঠিত হয়।   

জাতীয় ঐকমত্য কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় সংসদ ভবনের এল ডি হলে আজ এ আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও কমিশনের সদস্য হিসেবে ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেন। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলটির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন ।  

গত বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার ও আইন বিভাগের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ঐদিন আলোচনা যে পর্যায়ে সমাপ্ত হয়েছিল আজ সেখান থেকে দলটির সাথে আলোচনা শুরু করে কমিশন। বিএনপি গত ২৩ মার্চ তাদের প্রস্তাবনা কমিশনে জমা দেয় ৷ এ বিষয়ে গত ১৭ এপ্রিল দলটির সাথে আলোচনায় বসে কমিশন ৷