জুলাই অভ্যুত্থানে তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে ‘ফ্যাসিস্ট’ সরকারের পতন ঘটিয়েছে- আসিফ নজরুল

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা মৃত্যু নিশ্চিত জেনেও অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার সংকল্প নিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে।
আজ রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিস এবং জার্মানির আর্নল্ড বের্গস্ট্রেসার ইনস্টিটিউট (এবিআই) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
’৭১-এর মৃত্যুঞ্জয়ী মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের তরুণ প্রজন্ম এমন বীরত্ব-সাহসিকতা দেখিয়েছেন। সেই অকুতোভয় তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আমরা বৃদ্ধরা ব্যর্থ হয়েছি, তরুণরা আমাদের জন্য একটা বিজয় নিয়ে এসেছে। এটা কত বড় বীরত্ব!
রংপুরের শহিদ আবু সাঈদ মৃত্যু নিশ্চিত জেনেও পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, আবু সাঈদ জানতো সে মারা যেতে পারে। আবু সাঈদের ভিডিও ফুটেজ দেখে এর কিছুক্ষণ পর ওয়াসিমরা শহিদ হয়েছে। তারপর বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা ব্রুটালিটির ফুটেজ প্রতিদিন রাতে দেখত, কীভাবে হত্যা করছে, তারপরও যেত।
আইন উপদেষ্টা বলেন, ‘যখন একটা দেশে চরম অন্যায় হয় তখন মনে হয়, মানুষ হিসাবে এই শাসকের আমলে আমার বেঁচে থাকার কোনো দরকার নাই। তখন মৃত্যুভয়কে জয় করে আমরা তাকে হটানোর চেষ্টা করি।’ শেখ হাসিনা লুটপাট, খুন, গুম ও ত্রাসের রাজত্ব কায়েম করার পাশাপাশি সামাজিক সম্পর্কগুলো নষ্ট করে দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গত সরকারের আচরণের কথা মনে করিয়ে দিয়ে আসিফ নজরুল বলেন, আমাদের পুরো জাতির মূল্যবোধে প্রচণ্ড আঘাত করেছে। বেগম খালেদা জিয়া এত বড় একজন সম্মানিত ব্যক্তি, উনি মারা যাবেন এরকম একটা অবস্থা, আমরা যে কোনোদিন শুনব উনি মারা যাবেন–এরকম কয়েকবার হয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে, ‘এইতো শুনি মরে মরে, মরে তো না।’
এনএসইউ উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনএসইউর বোর্ড অভ্ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এ কে কাশেম, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বের্ন্ড স্প্যানিয়ার, শহিদ তানভীরের মা দিলকুশ জামান, সেন্টার ফর পিস স্টাডিজের চেয়ারম্যান এম জাসিম উদ্দিন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিন, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং এনডিএম নেতা ববি হাজ্জাজ বক্তব্য রাখেন।