র্যাব ফোর্সেসের উদ্দ্যোগে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

র্যাব ফোর্সেস
শুধুমাত্র দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের
উৎসাহিত করতে বিভিন্ন কার্যক্রম ও গ্রহণ করে। এ উদ্দ্যোগের আওতায় র্যাব ফোর্সেসে কর্মরত
সদস্যগণের সন্তানদের মধ্যে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরকে
র্যাব ফোর্সেস সদর দপ্তরের শহীদ লেঃ কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা
প্রদান করেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক।
মহাপরিচালক
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং অদম্য মনোবল দিয়ে এই
কৃতিত্ব অর্জন করেছে। তাদের এই সফলতা ভবিষ্যতের একটি সিঁড়ি। এই সাফল্য শুধু পরিবারের
নয়, পুরো সমাজ ও জাতির। এ সাফল্যের পেছনে যে সকল শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের
ভূমিকা রয়েছে, তাদের প্রতিও মহাপরিচালক মহোদয় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। র্যাব
ফোর্সেস কর্তৃক প্রদত্ত এই সম্মাননা মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহ
দেবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধু মাত্র একটি ডিগ্রি বা সনদপত্রের মধ্যে
সীমবদ্ধ না রেখে দায়িত্ববোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মত্মনিয়োগ
করার জন্য আহ্বান জানান। ভবিষ্যতে শিক্ষার্থীরা উত্তরোত্তর সাফল্য অর্জন করে দেশের
কল্যাণে ভূমিকা রাখবেন বলে মহাপরিচালক মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
আনুষ্ঠানে
র্যাব ফোর্সেসের মহাপরিচালক সম্মাননা প্রদান করেন প্রথম পর্বে ঢাকাস্থ ব্যাটালিয়ন
সমূহে কর্মরত র্যাব সদস্যদের ৩৬ জন মেধাবী সন্তানদেরকে এবং একই দিনে ব্যাটালিয়ন অধিনায়ক
দ্বিতীয় পর্বে ঢাকার বাহিরে অবস্থিত ব্যাটালিয়ন সমূহে কর্মরত র্যাব সদস্যদের ৪৮ জন
মেধাবী সন্তানদেরকে সম্মাননা প্রদান করে। এই অনুষ্ঠানের মাধ্যমে সর্বমোট ৮৪ জন মেধাবী
শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র এবং এককালীন মেধাবৃত্তির টাকা প্রদান করা
হয়।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন অতিরিক্ত মহপরিচালক (অপারেশন্স), অতিরিক্ত মহপরিচালক (প্রশাসন), র্যাব
ফোর্সেস সদর দপ্তরের সকল পরিচালক, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক এবং মেধাবী
শিক্ষার্থীরা।
র্যাব ফোর্সেসের সদর দপ্তরের সহকারী পরিচালক লিগ্যাল এন্ড মিডিয়া উইং এ তথ্য জানানো হয়।