সংবাদ শিরোনাম

১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে এনটিআরসিএ কার্যালয় ঘেরাও, লং মার্চ কর্মসূচি পালন

 প্রকাশ: ০৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন   |   জাতীয়

১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় অনিয়মের অভিযোগে এনটিআরসিএ কার্যালয় ঘেরাও, লং মার্চ কর্মসূচি পালন

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত অংশে উত্তীর্ণদের ই-সনদ প্রদান এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেওয়ার দাবিতে এবার “লং মার্চ টু এনটিআরসিএ” কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর ইস্কাটনে অবস্থিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সারাদেশ থেকে আসা ভুক্তভোগী প্রার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও তাদের অনেককেই মৌখিক পরীক্ষায় অন্যায়ভাবে অকৃতকার্য দেখানো হয়েছে। তারা জানান, ফল পুনর্মূল্যায়নের দাবিতে একাধিকবার মানববন্ধন, স্মারকলিপি, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও কোনো কার্যকর সাড়া মেলেনি।

এ বিষয়ে তারা উচ্চ আদালতের দ্বারস্থও হয়েছেন। একইসঙ্গে দাবি জানাচ্ছেন, ১৮তম লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের দ্রুত ই-সনদ প্রদান করে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ নিশ্চিত করতে হবে।

চাকরিপ্রত্যাশীরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক হওয়ার আশায় অপেক্ষায় থেকেও এখন তারা চরম হতাশায় ভুগছেন। এবারের কর্মসূচি থেকে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।