বংশালে নিহত ১ ও আহত ১৭

রাজধানীর বংশালে নাজিমুদ্দিন রোডে রোববার দিবাগত রাত
৪টা ১০ মিনিটের দিকে আসবাবপত্রের দোকানে আগুন লেগে একজন ও সতের জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার
সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য জানান। তিনি আরো বলেন, রোববার দিবাগত
রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে সাততলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন
করে।
তিনি বলেন, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১২ জনকে ফায়ার সার্ভিস
প্রাথমিক চিকিৎসা দেন। বাকি ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, এ ঘটনায় আমিন উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।