অসুস্থ শিক্ষককে হাসপাতালে দেখতে গেলেন -ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপক দিল আফরোজকে দেখতে যান।
আজ ০৬ আগস্ট ২০২৫ বুধবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে যান। এসময় তিনি অসুস্থ শিক্ষকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। উপাচার্য তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক দিল আফরোজ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কলেজ জীবনের শিক্ষক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।