লে. কর্নেল (অবঃ) জিয়াউদ্দিন, বীর উত্তমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শোক

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট):
লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) জিয়াউদ্দিন, বীর উত্তমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
শোকবার্তায় উপদেষ্টা বলেন, মরহুম লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) জিয়াউদ্দিন, বীর উত্তম ছিলেন নিখাদ ও নির্লোভ দেশপ্রেমিক। রাজনৈতিক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাঁর বিবেকবোধ ও সৎসাহসের ভূমিকা প্রশংসনীয়। মুক্তিযুদ্ধ এবং আদর্শিক রাজনীতির ইতিহাসে মরহুমের ভূমিকা অনুকরণীয়।
লে. কর্নেল (অবঃ) জিয়াউদ্দিন, বীর উত্তম চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেন।