সংবাদ শিরোনাম

সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে - আসিফ নজরুল

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৫, ১১:০২ অপরাহ্ন   |   জাতীয়

সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলেই  জুলাই  গণঅভ্যুত্থান সফল হয়েছে - আসিফ নজরুল

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট):

জুলাই শহিদদের সাহসিকতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নানান জন নানা কথা বললেও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল বলেই  জুলাই  আন্দোলন সফল হয়েছে। মানুষের এই চাওয়াকে পরিপূর্ণ করতে পারে শুধু সুশিক্ষা। সুশিক্ষা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না। 

আজ ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আসিফ নজরুল বলেন, বাংলাদেশে মোটামুটি চারটি ভালো নির্বাচন হয়েছে। বাকিগুলো ত্রুটিপূর্ণ। এর মধ্যে ২০১৪ সালের নির্বাচন ছিল নজিরবিহীন। কারণ ১৫৩ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছিল, যেটা পৃথিবীর আর কোথাও ঘটেনি। আর ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে তো নিজেরা নিজেরা ভোট করে রেকর্ড করেছে। তবুও শেখ হাসিনা নির্লজ্জভাবে মিথ্যাচার করেছেন। যেটিকে তিনি শিল্পে পরিণত করেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা রীতিমতো জাতির সঙ্গে মশকরা করেছেন।  তার নিউরোজিক্যাল ও সাইকোলোজিক্যাল বিষয়টি আলাদাভাবে পিএইচডির দাবি রাখে বলেও উল্লেখ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, সুন্দর সংবিধান থাকার পরও অনেক দেশ ভালো নেই। ভালো সংবিধানের পাশাপাশি আত্মশুদ্ধি প্রয়োজন। রাষ্ট্র মেরামতের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি আমাদের যথাযোগ্য মর্যাদা জানাতে হবে। তার মতে, মানুষের আবেগের বিচ্ছুরণ ও বিক্ষুব্ধ জনতার স্রোতের দিকে তাকালে দেশ গঠন ও সংস্কার কাজ সহজ হতো। শেখ হাসিনা তরুণ প্রজন্মকে ভুলপথে পরিচালিত করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, তার আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কৃতদাস বানিয়ে অত্যাচার চালানো হতো।

উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশ ভারতকে আওয়ামী সরকার অনৈতিক সুবিধা দিয়েছেন জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা দেশকে ব্যক্তিগত সম্পত্তি ভেবে ভারতকে একের পর এক সুবিধা দিতো। তার আমলে নির্বিচারে সীমান্তে অগণিত হত্যা হয়েছে। দেশের নদী ধ্বংস করে ভারতকে সড়ক তৈরি করে দেওয়া হয়েছে।