শিক্ষা উপদেষ্টার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট):
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত Yousef S.Y. Ramadan সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ এবং ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন উপদেষ্টা। উভয় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দুজন আলোচনা করেন।
বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের শিক্ষার্থীদের লেখাপড়া করার সুযোগ প্রদান করায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগতিার জন্য ফিলিস্তিনের শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন বলে রাষ্ট্রদূত জানান। বর্তমানে গাজায় যে সংকট চলছে এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসা সেবা প্রদান করছেন। এ জন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ । বাংলাদেশের এ অবদানকে স্মরণীয় হিসেবে রাখবেন বলে মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিন যখন মুক্ত হবে তখন তারা বাংলাদেশের শিক্ষার্থীদের ফিলিস্তিনে পড়াশুনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এ অবদানের পরিপূরক হিসেবে বাংলাদেশের ঋণ পরিশোধের চেষ্টা করবেন বলে জানান রাষ্ট্রদূত ।