জাতীয় ঐকমত্য কমিশনে সুজন প্রণীত ‘জাতীয় সনদ’ হস্তান্তর

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট):
নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে প্রণীত জাতীয় সনদের একটি কপি জাতীয় ঐকমত্য কমিশনে হস্তান্তরে করেছেন সুজন নেতৃবৃন্দ। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে আজ জাতীয় সংসদ ভবনে কমিশন কার্যালয়ে সনদটি তুলে দেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
জাতীয় সনদ হস্তান্তরকালে কমিশনের সহসভাপতি ‘জাতীয় সনদ’ তৈরির জন্য সুজনকে ধন্যবাদ জানান এবং ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ তৈরিতে উক্ত সনদ সহায়তা করবে বলে মন্তব্য করেন।
সুজন নেতৃবৃন্দ জানান, ২০১৩ সালে কতগুলো মৌলিক বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে একটি খসড়া ‘জাতীয় সনদ’ প্রণয়ন করে সুজন সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে আটটি বিভাগীয় কর্মশালাসহ জাতীয় পর্যায়ে নাগরিক সনদ বিষয়ে একটি নাগরিক সংলাপ আয়োজন করা হয়। তারা আরো জানান, নাগরিক সংগঠন সুজন-এর পক্ষ থেকে কাঙ্ক্ষিত জাতীয় সনদের একটি খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের লক্ষ্যে সারাদেশে ১৫টি সংলাপের আয়োজন করেছে, যাতে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত বেশ কয়েকটি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া জাতীয় সনদ চূড়ান্তকরণের জন্য মে-জুন মাসে ৪০টি প্রশ্ন সংবলিত একটি জনমত যাচাই জরিপ পরিচালনা করা হয়েছে, যাতে ১ হাজার ৩৭৩ জন অংশগ্রহণ করেন।
এসব সংলাপ ও জরিপ থেকে প্রাপ্ত নাগরিকদের মতামতের ভিত্তিতে সুজন তার জাতীয় সনদটি চূড়ান্ত করেছে, যা আজ জাতীয় ঐকমত্য কমিশনে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা হবে বলে জানায় সংগঠনটি।
সুজন নেতৃবৃন্দের মধ্যে ঢাকা মহানগর কমিটির সম্পাদক ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব জুবাইরুল হক নাহিদ, ঢাকা জেলা কমিটির সম্পাদক মাহবুল আলম, কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, ঢাকা জেলা কমিটির নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুশতারী বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।