সংবাদ শিরোনাম

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ শিক্ষার ধরন হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন   |   জাতীয়

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’  শিক্ষার ধরন হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড

ঢাকা, ২০ শ্রাবণ (৪ আগস্ট): 

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ধরন হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড। যেখানে ৪০ শতাংশ অনলাইন, ৬০ শতাংশ অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মোঃ মজিবর রহমান সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন। 

শিক্ষার্থীরা প্রথম চারটি সেমিস্টার নন-মেজর এবং পরবর্তী চার সেমিস্টার ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স অধ্যায়ন  করবে। এছাড়া, পঞ্চম সেমিস্টারে শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থী ইচ্ছানুযায়ী ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে, তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। সবার জন্য সুবিধাজনক স্থানে প্রস্তাবিত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে। সাত কলেজের পাঁচটিতে পূর্বের ন্যায় উচ্চমাধ্যমিক পর্যায় চালু থাকবে। স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা টাইম, স্পেস ও রিসোর্স শেয়ারিং পদ্ধতিতে একই ক্যাম্পাস ব্যবহার করবে।

বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর থাকবেন। এছাড়াও প্রতিটি কলেজে একজন পুরুষ এবং একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। অর্থাৎ ০৭ কলেজে সর্বমোট ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন।

  প্রতিটি শিক্ষার্থীকে প্রথম বর্ষেই ল্যাপটপ ও আনুষঙ্গিক সামগ্রী প্রদান করাসহ স্বল্পমূল্যে ইন্টারনেট সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল সিস্টেমে সম্পাদিত হবে। জনবল ও বাজেট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে বাজেট গ্রহণ, ব্যবস্থাপনা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ প্রদান করা হবে। শিক্ষার্থীদের স্থানান্তরের বিষয়ে বলেন, বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা পূর্বের বিদ্যমান একাডেমিক কাঠামো অনুযায়ী শিক্ষা কার্যক্রম সমাপ্ত করবেন।   

ইতোপূর্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটির সভায় সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নির্ধারন করা হয়।