সংবাদ শিরোনাম

বিএনপি’র সমাবেশ: নির্বাচনী সরকার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি

 প্রকাশ: ০১ অগাস্ট ২০২৫, ০৯:১১ অপরাহ্ন   |   জাতীয়

বিএনপি’র সমাবেশ: নির্বাচনী সরকার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি

 ঢাকা, ১ আগস্ট ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচনের আগে একটি গ্রহণযোগ্য নির্দলীয় সরকার গঠন না হলে এদেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়।”

আজ বৃহস্পতিবার বিকেলে আজিমপুরে অনুষ্ঠিত এ সমাবেশে শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেব না। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমেই এ আন্দোলনের চূড়ান্ত সফলতা আসবে।” তিনি আরও উল্লেখ করেন, “আন্তর্জাতিক মহলের চাপ ও জনগণের আন্দোলনের ফলে সরকার একরকম কোণঠাসা হয়ে পড়েছে।”

‘জুলাই সনদ’ বাস্তবায়নের ডাক: বিএনপি জানায়, ৭৭৫টি প্রস্তাবনায় জাতীয় ঐক্য গঠন সম্ভব। মাত্র ৫১টি বিষয়ে মতানৈক্য রয়ে গেছে।

নির্বাচনের দাবি: বিএনপি ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে অনড়।জনতার উপস্থিতি: হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

আন্দোলনের ধারাবাহিকতা: খুলনা, রাজশাহী, চট্টগ্রামেও ধারাবাহিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

 মির্জা ফখরুলের বক্তব্য থেকে: “আমরা বিদেশি চাপ চাই না, চাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে। এ সরকার দুর্নীতি ও দমন-পীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।”

সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা রাজপথে আছি, থাকব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।” বিএনপি ‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়ন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকের সমাবেশ সেই আন্দোলনের ধারাবাহিকতায় একটি শক্তিশালী বার্তা দিয়েছে—বিনা ভোটের শাসন আর নয়।