রাজশাহীর নবঘোষিত সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

রাজশাহী, ১৭ শ্রাবণ (১ আগস্ট):
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত নবঘোষিত সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণ ও রাজশাহী চেম্বার অভ্ কমার্সের প্রতিনিধিবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, সুলতানগঞ্জ বন্দরটি চালু করতে প্রাথমিকভাবে অবকাঠামো উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ জরুরি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় অংশীজনদের সাথে আলোচনা করে অর্থনৈতিক উপযোগিতা যাচাই করে রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অভ্ কল চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
রাজশাহী চেম্বার অভ্ কমার্সের প্রতিনিধিগণ জানান, সুলতানগঞ্জ বন্দর চালু হলে প্রতি টন পণ্য পরিবহনে ৭০০-৮০০ টাকা খরচ সাশ্রয় হবে। তারা দ্রুত কাস্টমস শুল্ক সেবা চালু করারও অনুরোধ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি-এর চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহীর জেলা প্রশাসক।
এর আগে নৌপরিবহন উপদেষ্টা সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।