রাজধানীতে দিনভর বৃষ্টি, জনজীবনে ভোগান্তী

ঢাকা, ১ আগস্ট ২০২৫:
রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল ৭টার পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং এরপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে কয়েক দফা ভারি বর্ষণও হয়।
বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যায়, ফলে সৃষ্টি হয় যানজট। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। অনেক জায়গায় হাঁটু সমান পানি জমে থাকায় চলাচলে সমস্যা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও দুই-একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বৃষ্টিতে একদিকে যেমন গরমের কষ্ট কিছুটা লাঘব হয়েছে, অন্যদিকে নগরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে।
আজ সারা দিনই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকালও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।