সংবাদ শিরোনাম

আগস্ট মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন   |   জাতীয়

আগস্ট মাসে জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকবে

ঢাকা, ১৬ শ্রাবণ (৩১ জুলাই):

চলতি বছরের আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ তুলনামূলক সাশ্রয়ীমূল্য নিশ্চিত করা।

আগামী ১ আগস্ট ২০২৫ তারিখ থেকে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী জ্বালানি তেলের বিক্রয়মূল্য ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১২২ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১১৮ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ এক অফিস আদেশের মাধ্যমে এই মূল্য নির্ধারণ করেছে।