বৃষ্টি ও বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

দেশের পাঁচ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ
শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তি থাকতে
পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকা,
রাজশাহী, ময়মনসিংহ, খুলনা
এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে
শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া
শুষ্ক থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন
এলাকায় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ
বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকার বাতাসের গতি পশ্চিম/উত্তর-পশ্চিম
দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৮ মিনিটে এবং আগামীকাল
সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।
আবহাওয়ার পূর্বাভাসের দ্বিতীয় দিনে : মঙ্গলবার (১৮
ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা
সামান্য কমতে পারে। ঢাকা, রাজশাহী,
ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দু’এক
জায়গায় দমকা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসের তৃতীয় দিনে : বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা প্রায়
অপরিবর্তিত থাকতে পারে এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে
পারে।
এদিকে রাজশাহীর বাঘাবাড়িতে আজ সোমবার দেশের সর্বোচ্চ ৩৭
দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া রংপুরের
তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস আরো
জানিয়েছে, আগামী কয়েকদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে।