বাংলাদেশের লক্ষ্য পুষ্টি-সংবেদনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা --- খাদ্য উপদেষ্টা

ঢাকা, ১৪ শ্রাবণ (২৯ জুলাই):
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় The Global Alliance for Improved Nutrition (GAIN)-এর আয়োজনে UN Food System Summit (UNFSS+4)-এর সাইড বৈঠকে প্যানেল বক্তা হিসেবে আজ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বাংলাদেশের লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক এবং বৈশ্বিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে একটি ন্যায়সঙ্গত, টেকসই এবং পুষ্টি সংবেদনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের খাদ্য ব্যবস্থার রূপান্তরের যাত্রা উচ্চাকাক্সক্ষী এবং শিক্ষণীয়। খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন থেকে শুরু করে একটি সমন্বিত পুষ্টি-সংবেদনশীল নীতি কাঠামো চালু করা পর্যন্ত আমাদের অর্জনগুলো প্রশংসনীয়। তবে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ বিদ্যমান। আমাদের কৃষকরা এখনো তাদের উৎপাদিত পণ্যে কম লাভবান হচ্ছে। খাদ্যের অপচয় যথেষ্ট পরিমাণে কমিয়ে আনা যায়নি। তিনি আরো বলেন, পরিবেশগত হুমকি বিশেষ করে লবণাক্ততা, খরা এবং বন্যা তীব্র হচ্ছে। ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের আর মাত্র পাঁচ বছর সময় আছে, খাদ্য ব্যবস্থার রূপান্তরের তাগিদ আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি।খাদ্য উপদেষ্টা বলেন, লব্ধ জ্ঞান ও সরঞ্জাম বিনিময়ের জন্য বাংলাদেশ দক্ষিণ এশীয় এবং অন্যান্য এশীয় দেশগুলোর সাথে অংশীদারিত্ব করতে প্রস্তুত। আমাদের ৩ঋঝ উদ্যোগ সবার জন্য আঞ্চলিক মডেল হতে পারে। তিনি সকলকে দৃষ্টান্ত থেকে কাজে, নীতি থেকে বিনিয়োগে, প্রতিশ্রুতি থেকে অগ্রগতির এই যাত্রায় বাংলাদেশের সাথে যোগ দেওয়ার আহ্বান জানান।