সংবাদ শিরোনাম

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে ২ হাজার অবৈধ বার্নার বিচ্ছিন্ন

 প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন   |   জাতীয়

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে ২ হাজার অবৈধ বার্নার বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের বেইলর ও নয়াপুর এলাকায় গতকাল মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত অভিযানে ৪টি স্পটে প্রায় ৬ দশমিক ৫ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং আনুমানিক ২ হাজার অবৈধ আবাসিক বার্নার উচ্ছেদ করা হয়। 

অভিযানকালে অবৈধ সংযোগের জন্য ব্যবহৃত ৩৩৫ ফুট পাইপ অপসারণ করা হয় এবং পাইপগুলো উৎসস্থলে বিনষ্ট করা হয়। এসময় প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে ‘কিলিং ও ক্যাপিং’ করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান সম্পন্ন হয়। এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ করবে এবং অবৈধ সংযোগের কারণে সৃষ্ট দুর্ঘটনা ও জনজীবনের ঝুঁকি কমাতেও সাহায্য করবে। এটি সরকারের জ্বালানি খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টার একটি অংশ।