নারী গৃহকর্মীর অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান শ্রম সচিবের

ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই):
শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে তিনটি কনভেনশনে স্বাক্ষর করার ব্যাপারে কাজ করছি যা বাস্তবায়িত হলে শ্রমিকদের নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত হবে। ফলে শ্রমিক নির্যাতন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে। তিনি গৃহকর্মী নির্যাতন রোধ করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আজ আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অডিটোরিয়ামে গণসাক্ষরতা অভিযান, বিএনএসকে, সবুজের অভিযান ফাউন্ডেশন, আভাস, সহায় এবং আশার আলো সোসাইটির আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ‘নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব এ আহ্বান জানান।
সম্মেলনে গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা ও ছুটির আইনি স্বীকৃতি, শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ, সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়। শ্রম সচিব উপস্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে প্রেরণের বিষয়ে আশ্বাস দেন। কোন গৃহকর্মী নির্যাতনের শিকার হলে জাতীয় জরুরি সেবাসমূহ ৯৯৯, ১৬৩৫৭ ও ১০৯২১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেন। তিনি বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
সম্মেলনে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা ও জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। আলোচনায় অংশ নেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, অক্সফামের প্রতিনিধি তারেক আজিজ, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম প্রমুখ।
এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, গৃহকর্মী এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।