কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না ---স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না, সে যত বড়ই হোক না কেন। আমরা ইতোমধ্যে গুলশানের চাঁদাবাজদের ধরেছি। চাঁদাবাজের মূল পরিচয় সে একজন চাঁদাবাজ। যতো প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে কোনো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
এসময় উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগস্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, আগস্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত। সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।
মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, মূল হোতারা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।