সংবাদ শিরোনাম

প্রাকৃতিক পরিবেশকে রক্ষার জন্য জনসচেতনতা বাড়াতে হবে-শিক্ষা উপদেষ্টা

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন   |   জাতীয়

প্রাকৃতিক পরিবেশকে রক্ষার জন্য জনসচেতনতা বাড়াতে হবে-শিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১৩ শ্রাবণ (২৮ জুলাই):

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষার জন্য জনসচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন ওরিয়েন্টশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সংকট থেকে রক্ষার জন্য এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আজ বাংলাদেশ-ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) এবং ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো)-এর যৌথ উদ্যোগে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন আয়োজিত গ্রীন এন্ড ক্লিন স্কুল ক্যাম্পাস কনটেস্ট প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। এ প্রকল্পের মূল উদ্দেশ্য স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ব্যবহারিক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা। ঢাকা শহরের ১০টি ইউনেস্কো সদস্য স্কুলকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়।

উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী বহুজাতিক প্রতিষ্ঠানগুলো গ্রীন হাউজ গ্যাস নির্গমনের মাধ্যমে বিশ্বকে বিপর্যয়ের মধ্যে ফেলছে। নতুন প্রজন্মকে এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি গ্রীন এন্ড ক্লিন স্কুল ক্যাম্পাস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০টি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অংশগ্রহণকারী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসেস্কো’র পক্ষে প্রফেসর ড. রাহিল কামার, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ এবং শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাবৃন্দ।